ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

এবার ১৮ ঘণ্টা রোজা রাখতে হবে যেসব দেশে

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪
এবার ১৮ ঘণ্টা রোজা রাখতে হবে যেসব দেশে

চলছে রজব মাস। অর্থাৎ পবিত্র রমজান মাস শুরু হতে দুই মাসও বাকি নেই।

এরইমধ্যে রমজানের প্রস্তুতি শুরু করে দিয়েছেন বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমরা।  

বিভিন্ন দেশের সরকারের পক্ষ থেকেও রমজানে যেসব পণ্যের চাহিদা বাড়ে সেগুলোর আমদানি শুরু করে দিয়েছে।

এ বছর পবিত্র রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ ১১ মার্চ। জ্যোতির্বিজ্ঞানীরা এমনটাই জানিয়েছেন। এখন শুধু চাঁদ দেখার ওপর নির্ভর করছে।

রমজান মাসে সূর্যোদয়ের আগ থেকে সূর্যাস্ত পর্যন্ত সব পানাহার থেকে বিরত থেকে রোজা রাখেন মুসলিমরা। এর পর ইফতারের মাধ্যমে রোজা সম্পন্ন করেন। এভাবেই চলতে হয় গোটা রমজান মাস।  

অন্যবারের মতো এবারও রোজার সময়টি (ঘণ্টা) ভিন্ন ভিন্ন হবে। ধারণা করা হচ্ছে, এ বছর ১২ ঘণ্টা থেকে শুরু করে ১৮ ঘণ্টা হবে একেকটি রোজা।  খবর আল আরাবিয়ার।  

এবার যেসব দেশের মুসলিমরা ১৫ থেকে ১৮ ঘণ্টা রোজা রাখবেন—

১) নুক, গ্রিনল্যান্ড

২) রেকজাভিক, আইসল্যান্ড

৩) হেলেনস্কি, ফিনল্যান্ড

৪) গ্লাসগো, স্কটল্যান্ড

৫) ওটোয়া, কানাডা

৬) লন্ডন, যুক্তরাজ্য

৭) প্যারিস, ফ্রান্স

৮) রোম, ইতালি

১০) মাদ্রিদ, স্পেন।

অপরদিকে আফ্রিকা ও এশিয়ার দেশগুলোতে রোজা কম সময়ের হবে। ধারণা করা হচ্ছে, এসব অঞ্চলের মানুষ ১২ থেকে ১৪ ঘণ্টা রোজা রাখবেন।

সেসব দেশগুলো হলো—

১) ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড

২) পুয়ের্তো মন্তে, চিলি

৩) জাকার্তা, ইন্দোনেশিয়া

৪) নাইরোবি, কেনিয়া

৫) করাচি, পাকিস্তান

৬) নয়াদিল্লি, ভারত

৭) ঢাকা, বাংলাদেশ

মধ্যপ্রাচ্য ও গালফ অঞ্চল

মধ্যপ্রাচ্য ও গালফ অঞ্চলের মুসল্লিরা এবার ১৩ থেকে ১৫ ঘণ্টা রোজা রাখবেন। স্থানভেদে এটি ভিন্ন ভিন্ন হবে।

বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।