ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

নবীর (সা.) রওজায় ছবি তোলা নিষিদ্ধ করল সৌদি

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৩
নবীর (সা.) রওজায় ছবি তোলা নিষিদ্ধ করল সৌদি

পবিত্র নগরী মদিনাতে অবস্থিত নবীজির (সা.) পবিত্র রওজা শরিফ আল রাওদা আল শরিফা জিয়ারতে মুসল্লিদের বিভিন্ন দিক-নির্দেশনা দিয়েছে সৌদি আরব। সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে এক বিবৃতি জারি করেছে।

 
বুধবার (৪ অক্টোবর) জারি করা এ বিবৃতিতে বলা হয়, নবীজির (সা.) রওজা শরিফ আল রাওদা আল শরিফায় যারা যাবেন, তাদের অবশ্যই উচ্চ কণ্ঠে কথা বলা থেকে বিরত থাকতে হবে। এছাড়া নিজেদের মধ্যে কথা বলতে হলেও যতদূর সম্ভব নিচু স্বরে বলতে হবে।  

রওজা জিয়ারতের সময় ছবি তুলতে, ভিডিও করতে ও সঙ্গে খাবার রাখতেও নিষেধ করা হয়েছে। একই সঙ্গে কোনো মুসল্লিকে নির্দিষ্ট সময় ছাড়া অতিরিক্ত সময় না থাকারও অনুরোধ করা হয়েছে।  

প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসলিম ওমরাহ পালনের উদ্দেশে পবিত্র নগরী সৌদি আরবের মক্কায় যান। ওমরাহ পালনের পাশাপাশি নবীর রওজা জিয়ারত করতে মদিনায় যান তারা।
এ বছর ২৯ জুন ঈদুল আজহা শেষ হয়। এরপরই শুরু হয় ওমরাহ মৌসুম। এ মৌসুম থাকবে আগামী বছরের ঈদুল আজহার এক মাস আগ পর্যন্ত।
চলতি মৌসুমে ওমরাহ করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এক কোটি নারী ও পুরুষ মক্কায় যাবেন বলে আশা করছে সৌদি। সূত্র: গালফ নিউজ

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৩
এসআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।