ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ইসলাম

ভিসা জটিলতায় আটকে পড়া ১৪০ হজযাত্রী সৌদি যাচ্ছেন আজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, মে ২২, ২০২৩
ভিসা জটিলতায় আটকে পড়া ১৪০ হজযাত্রী সৌদি যাচ্ছেন আজ ফাইল ফটো

ঢাকা: এ বছরের হজ যাত্রার প্রথম দিনে (২১ তারিখ) ভিসা জটিলতায় সৌদি আরব যেতে পারেননি ১৪০ জন। এ নিয়ে সংশ্লিষ্ট এজেন্সিও কোনো তাৎক্ষণিক সমাধান দিতে পারেনি।

 তবে গতকাল রাতে সৌদি দূতাবাস তাদের ভিসা দিয়েছে।

ভিসা জটিলতায় আটকে পড়া এসব হজযাত্রী সোমবার (২২ মে) বিকেল সাড়ে ৫টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে রওনা হবেন। বিকেলের ওই ফ্লাইটে যাবেন ১৩৮ জন। বাকি দু’জন যাবেন পরের ফ্লাইটে।

এ বিষয়ে জানতে চাইলে আশকোনা হজ ক্যাম্পে অবস্থান করা ভুক্তভোগী হজযাত্রী মো. আবু তালেব বাংলানিউজকে বলেন, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। শেষ পর্যন্ত সৌদি আরব যেতে পারছি। গতকাল আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করেছি হজটা যাতে করতে পারি। আল্লাহ সেই ডাকে সাড়া দিয়েছেন।

সেলিম মোল্লা নামে অপর এক ভুক্তভোগী হজযাত্রী বাংলানিউজকে বলেন, আমাদের হজযাত্রা নিয়ে একটা জটিলতা হয়েছিল। এখন আল হামদুলিল্লাহ্ আর কোনো সমস্যা নেই। ভিসা হয়েছে। এজেন্সি থেকেও আমাদের জানানো হয়েছে। বিকেলের ফ্লাইটে আমাদের রওনা দেওয়ার কথা।

এদিকে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, হজ যাত্রার দ্বিতীয় দিনে আজ মোট ৩ হাজার ৫৩৭ জন সৌদি আরব যাচ্ছেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাঁচ ফ্লাইটে যাবেন ২ হাজার ৭৭৭ জন এবং সৌদিভিত্তিক এয়ারলাইন্স ফ্লাইনাসের দুটি ফ্লাইটে যাবেন ৭৬০ জন যাত্রী।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

এ বছর বাংলাদেশ থেকে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় মোট এক লাখ ২২ হাজার ২২১ জন হজ পালনে যাচ্ছেন। এরমধ্যে মোট যাত্রীর অর্ধেক ৬১,১১১ জন হজযাত্রী পরিবহন করবে বিমান। বাকি হজযাত্রীদের পরিবহন করবে সৌদিয়া এয়ারলাইন্স ও ফ্লাইনাস।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, মে ২২, ২০২৩
এমকে/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।