ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ইসলাম

হজে যেতে বয়সের শর্ত তুলে দিয়েছে সৌদি আরব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
হজে যেতে বয়সের শর্ত তুলে দিয়েছে সৌদি আরব

ঢাকা: হজ যাওয়ার ক্ষেত্রে ইতোপূর্বে বয়সের যে সীমা (৬৫ বছর) নির্ধারণ করে দিয়েছিল সৌদি আরব সরকার, চলতি বছর থেকে তা তুলে নিয়েছে তারা। সৌদি আরব-বাংলাদেশ দ্বিপাক্ষিক হজচুক্তি-২০২৩ অনুযায়ী চলতি বছর থেকে নতুন নিয়ম কার্যকর হবে।

রোববার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর রমনায় ধর্ম প্রতিমন্ত্রীর সরকারি বাসভবনে সৌদি আরব-বাংলাদেশ দ্বিপাক্ষিক হজচুক্তি ২০২৩ পরবর্তী প্রেস ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, এতোদিন হজে যাওয়ার জন্য বয়সসীমা নির্দিষ্ট ছিল, সৌদি সরকার এখন সেটি তুলে দিয়েছে। গত দুই বছর করোনার জন্য বাংলাদেশ থেকে মানুষ হজ করার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। সৌদি-বাংলাদেশ হজচুক্তি-২০২৩ অনুযায়ী করোনা উত্তর পরিস্থিতিতে এ বছর বাংলাদেশের কোটার পূর্ণ সংখ্যক মানুষ হজে যেতে পারবেন।

তিনি আরও বলেন, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৯ জিলহজ্ব, ১৪৪৪ হিজরি অর্থাৎ ২৮ জুন, ২০২৩ তারিখ পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আল্লাহপাকের অশেষ শুকরিয়া, তিনি আমাদেরকে তাঁর মেহমান সম্মানিত হাজি সাহেবদের খেদমত করার সুযোগ দিয়েছেন। ২০২৩ খ্রি. ১৪৪৪ হিজরি সালে বাংলাদেশ থেকে আল্লাহর ঘরের সম্মানিত মেহমানদের হজ করতে যাওয়ার যাবতীয় ব্যবস্থা নিতে সৌদি আরব-বাংলাদেশ হজচুক্তি- ২০২৩ সফলভাবে হয়েছে।

ধর্মপ্রতিমন্ত্রী জানান, এ বছর সর্বমোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ জন পবিত্র হজ পালন করতে যেতে পরবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্স উভয়ে ৫০ শতাংশ করে হজযাত্রী পরিবহন করবে।

প্রেস ব্রিফিংয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাৎ হোসাইন তসলিমসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি সৌদি আরব-বাংলাদেশ হজ চুক্তি-২০২৩ সই হয়। সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ডা. তৌফিক বীন ফাউজান আল-রাবিয়া এবং বাংলাদেশের পক্ষে  ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খাঁন চুক্তিতে সই করেন।

বাংলাদেশ সময়: ২৩৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
এসআর/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।