ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

আন্তর্জাতিক

তিমির ধাক্কায় নৌকাডুবে নিহত ৫!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২২
তিমির ধাক্কায় নৌকাডুবে নিহত ৫!

নিউজিল্যান্ডে তিমির সঙ্গে ধাক্কা লেগে একটি নৌকা ডুবে গেছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

 
 
শনিবার ( ১০ সেপ্টেম্বর) নিউজিল্যান্ডের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরএনজির প্রতিবেদনে বলা হয়, নৌকাটি সাউথ আইল্যান্ডের শহর কাইকোরার কাছে ডুবে যায়। এতে পাঁচজন নিহত হন। নৌকাটিতে ১১ জন যাত্রী ছিলেন।  

পুলিশ জানিয়েছে, নৌকাটি কিছুর সঙ্গে ধাক্কা লেগে উলটে গেছে। তবে কিসের সঙ্গে ধাক্কা লেগেছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।  

কোরার মেয়র ক্রেগ ম্যাকল বার্তা সংস্থা এপিকে বলেছেন যে দুর্ঘটনার সময় সমুদ্র শান্ত ছিল। ধারণা করা হচ্ছে,  নৌকার নিচ থাকা তিমি সেটিকে উলটে দেয়।  

ডুবে যাওয়া নৌকাটি কিছু নারী ভাড়া করেছিলেন।

নিউজিল্যান্ডের কাইকোরা শহর তিমি দেখার গন্তব্য হিসেবে জনপ্রিয় ।  

সূত্র: আল জাজিরা

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা,সেপ্টেম্বর১০, ২০২২  
ইআর

 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।