ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

আন্তর্জাতিক

বিহারে মস্তিষ্কপ্রদাহ রোগে ১১ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, জুলাই ৯, ২০১৬
বিহারে মস্তিষ্কপ্রদাহ রোগে ১১ শিশুর মৃত্যু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ভারতের বিহার রাজ্যের গয়ায় মস্তিষ্কপ্রদাহ রোগে ১১ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (০৯ জুলাই) এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

এছাড়া একই রোগে আক্রান্ত হয়ে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে অন্তত ১৫ জন।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, মস্তিষ্কপ্রদাহ রোগে আক্রান্তদের মাথায় তীব্র ব্যথা হয়। যা মস্তিষ্ক অচল করে দিতে পারে। শিশুরাই এ রোগে বেশি আক্রান্ত হয় বলেও জানান তারা।

গত দুই বছরে দেশটির উত্তর প্রদেশ ও বিহারে এ রোগে অনেক শিশু মারা গেছে।

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৬
আরএইচএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।