ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

আন্তর্জাতিক

মনোনয়নে প্রয়োজনীয় ডেলিগেট ভোট পেয়ে গেলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, মে ২৬, ২০১৬
মনোনয়নে প্রয়োজনীয় ডেলিগেট ভোট পেয়ে গেলেন ট্রাম্প

ঢাকা: প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ে দলের প্রার্থিতা পাওয়ার জন্য প্রয়োজনীয় ডেলিগেট ভোট জিতে গেলেন রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প।

পার্টির সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে আমেরিকান সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস- এপি বৃহস্পতিবার (২৬ মে) এ খবর দিয়েছে।

এপি জানায়, ট্রাম্পকে ভোট দেওয়া ডেলিগেটরা জুলাইয়ের চূড়ান্ত মনোনয়নযুদ্ধ অর্থাৎ কনভেনশনেও তাকে সমর্থন দেবেন বলে জানিয়েছেন।

পার্টি সূত্র জানায়, দৌড়ে আরও ১৬ মনোনয়নপ্রত্যাশীকে হারিয়ে ট্রাম্প পেয়েছেন ১২৩৮ ডেলিগেট ভোট। এই পর্বে মনোনয়নের জন্য দরকার ছিল ১২৩৭ ডেলিগেট ভোট।

সংবাদমাধ্যম বলছে, অভিবাসীবিরোধী, সাম্প্রদায়িক ও বর্ণবাদী নানা বক্তব্য দিয়েও এ ব্যবসায়ী-রাজনীতিকের প্রার্থিতা পাওয়ার লড়াইয়ে প্রয়োজনীয় ডেলিগেট ভোটপ্রাপ্তি তাকে হোয়াইট হাউসের পথে আরও এগিয়ে দিল।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, মে ২৬, ২০১৬/আপডেট ২১১৫ ঘণ্টা
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।