ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

আন্তর্জাতিক

সোমালিয়ায় অভিযানে ১২ আল-শাবাব জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
সোমালিয়ায় অভিযানে ১২ আল-শাবাব জঙ্গি নিহত

ঢাকা: সোমালিয়ায় সরকারি বাহিনীর অভিযানে ১২ জন আল-শাবাব জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সরকার।

স্থানীয় সময় শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় রাজধানী মোগাদিসুর দু’টি অভিজাত হোটেলে অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।



সোমালীয় স্বরাষ্ট্রমন্ত্রী আব্দিরাসাক ওমর মোহাম্মদ সাংবাদিকদের বলেন, মোগাদিসুর ওয়েহেলিয়ে ও সিয়া’আদ হোটেলে অভিযানগুলো পরিচালিত হয়। এসময় ১২ জন আল-শাবাব জঙ্গি নিহত হয়। এদের মধ্যে ৭ জন ওয়েহেলিয়ে হোটেলে ও ৫ জন সিয়া’আদ হোটেলে হামলার পরিকল্পনা করছিল।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।