ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ার ভেটোয় ভেস্তে গেল সেব্রেনিচা গণহত্যা প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৮ ঘণ্টা, জুলাই ৯, ২০১৫
রাশিয়ার ভেটোয় ভেস্তে গেল সেব্রেনিচা গণহত্যা প্রস্তাব ছবি: সংগৃহীত

ঢাকা: বসনিয়া যুদ্ধে মুসলিমদের ওপর সার্বিয়া সেনাদের হত্যাকাণ্ডকে ‘সেব্রেনিচা গণহত্যা’ অভিহিত করে জাতিসংঘে তোলা প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া।

সেব্রেনিচা হত্যাকাণ্ডের ২০তম বার্ষিকী উপলক্ষে বুধবার (০৮ জুলাই) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের তোলা হয় প্রস্তাবটি।



কিন্তু নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র রাশিয়ার ভেটোতে ভেস্তে যায় এ প্রস্তাব। খবর: বিবিসি ও আল জাজিরার।

প্রস্তাবের পক্ষে ১০ ভোট পড়লেও ভোটদানে বিরত থাকে স্থায়ী সদস্যদেশ চীন ছাড়াও অ্যাঙ্গোলা, নাইজেরিয়া ও ভেনিজুয়েলা।

এদিকে, নিরাপত্তা পরিষদের ওঠা ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি এ প্রস্তাব প্রত্যাখ্যান করে এতে ক্ষোভ প্রকাশ করেছে সার্বিয়া।

জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভিতালি চার্কিন বলেন, বলেছেন, প্রস্তাবটি গঠনমূলক নয় , এটি আক্রমণাত্মক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সামাস্থা পাওয়ার বলেন, রাশিয়ার ভেটো বসনিয়ার স্বজন হারানো পরিবারের কাছে হৃদয় ভাঙার মতোই। এটা নিরাপত্তা পরিষদকে আরো কলঙ্কিত করলো।

১৯৯৫ সালের যুদ্ধে সার্ব সেনারা বসনিয়ার অন্তত  ৮ হাজার মুসলিমকে হত্যা করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ওই হত্যাকাণ্ডকেই ইউরোপের সবচেয়ে ভয়ঙ্কর হত্যাকাণ্ড মনে করা হয়।

বাংলাদেশ সময়: ০৩৪৭ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।