ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

আন্তর্জাতিক

মাফিয়া যোগসাজশে কোটিপতি, সব সম্পদ বাজেয়াপ্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, জুলাই ৮, ২০১৫
মাফিয়া যোগসাজশে কোটিপতি, সব সম্পদ বাজেয়াপ্ত সংগৃহীত

ঢাকা: ইতালিতে মাফিয়াদের সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে পেনশনভোগী এক সিসিলিয়ান পরিবারের পাঁচ সদস্যের কাছ থেকে ১৬০ কোটি ইউরো মূল্যমানের সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে বলে দেশটির অ্যান্টি-মাফিয়া ডিপার্টমেন্ট (ডিআইএ) জানিয়েছে।

এর আগে গত শতকের আশির দশকে পরিবারটির সবাই খামার শ্রমিক ছিলেন বলে দেশটির একটি সংবাদ মাধ্যম জানিয়েছে।



বুধবার (০৮ জুলাই) এ সম্পদ বাজেয়াপ্ত করা হয় বলে তদন্তকারীদের বরাত দিয়ে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়।

পালের্মোর একটি আদালত দেশটির পালের্মো এলাকায় করলেওয়নি গোত্রের সংশ্লিষ্ট মারিনিও মাফিয়া পরিবারের সঙ্গে যোগসাজশ আছে এমন বড় শিল্পোদ্যোক্তাদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করে বলে ডিআইএ জানিয়েছে।   

অভিযানে কার্মেলো ভিরজা (৬৬), তার ভাই ভিনসেনজো (৭৮) ও ফ্রান্সিসকো (৭১) এবং তাদের বোন অ্যানা (৭৬) ও রোজের ব্যবসা প্রতিষ্ঠান, সম্পদ ও ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়।

ডিআইএ জানিয়েছে, এটি খুব জটিল অভিযান ছিল। এ তদন্তে উঠে এসেছে, কিভাবে তারা নির্মাণ খাতের টেন্ডার এবং ব্যাংকিং খাত থেকে অবৈধ সুবিধা ভোগ করতো।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।