ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জেব বুশের প্রচারণা শুরু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জেব বুশের প্রচারণা শুরু ছবি: সংগৃহীত

ঢাকা: ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রচারণা শুরু করেছেন রিপাবলিকান নেতা জেব বুশ।

সোমবার (১৫ জুন) ফ্লোরিডায় মিয়ামি ডেইড কলেজ থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন সাবেক দুই মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের ছেলে ও জর্জ ডব্লিউ বুশের ভাই জেব বুশ।



প্রচারণায় ফ্লোরিডায় দুই মেয়াদের গভর্নর থাকাকালে নিজের সাফল্যের কথা তুলে ধরেন জেব বুশ। এসময় তিনি এই রাজ্যে তার সময়ে অধিক কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতির উন্নয়নের কথা বলেন।

তিনি বলেন, আমরা ফ্লোরিডাকে চাকরির সুযোগ ও ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্র সৃষ্টিতে প্রথম স্থানে নিয়ে গেছি।

তবে নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসেবে নিজেকে দেখতে বুশকে তার দলের আরও সম্ভাব্য ১০ প্রাথীকে পেছনে ফেলতে হবে বলে মনে করছেন রাজনীতিক বিশ্লেষকরা।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।