রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে চান সদ্য মার্কিন মসনদে বসা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক প্রায় সবগুলো গণমাধ্যমে ফলাও করে এ সংবাদ প্রকাশ করেছে।
প্রতিবেদনগুলোয় বলা হয়েছে, খুব শিগগির রুশ প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে চান প্রেসিডেন্ট ট্রাম্প। তাও আবার মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে কথা বলতে চান তিনি।
বিবিসি-সিএনএন’র খবরে বলা হয়েছে, দুই দেশের কর্মকর্তারা সৌদি আরবে ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা করতে প্রস্তুতি নিচ্ছেন। কোনো নির্দিষ্ট সময় উল্লেখ না করা হলেও ট্রাম্প চান তিনি ‘খুব শিগগির’ বৈঠকে বসতে।
তিনি বলেছেন, খুব তাড়াতাড়িই এ বৈঠক হবে, দেখা যাক কী হয়। পুতিন যুদ্ধ বন্ধ করতে চান বলে আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন তিনি।
ট্রাম্প আরও বলেন, রাশিয়ার শক্তিশালী সামরিক অবকাঠামো রয়েছে। তারা হিটলার ও নেপোলিয়নকে পরাজিত করেছে। তারা দীর্ঘ সময় ধরে যুদ্ধ করছে। কিন্তু আমি মনে করি তারা যুদ্ধ বন্ধ করতে চায়।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পুরো ইউক্রেন দখল করতে চান- ট্রাম্প এমন কোনো কথা বিশ্বাস করেন কিনা? সাংবাদিকরা এ প্রশ্ন করলে মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি রাশিয়াকে একই প্রশ্ন করেছেন এবং এমনটা হলে এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়াবে।
দ্বিতীয়বার নির্বাচিত হয়ে মার্কিন সিংহাসন দখল করেছেন ট্রাম্প বেশিদিন হয়নি। এর মধ্যেই আমেরিকার ‘অঘোষিত শত্রু’ দেশের ‘দোর্দণ্ড ক্ষমতাধর’ প্রেসিডেন্টের সঙ্গে তার বৈঠকে বসার বিষয়টি অন্যান্যদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে তাদের, যারা যুক্তরাষ্ট্রের বন্ধু আবার রাশিয়ার সঙ্গে সম্পর্ক শীতল। ইউরোপের দেশগুলো মনে করছে, ডোনাল্ড ট্রাম্প তাদের পাশ কাটিয়ে রাশিয়ার সঙ্গে চুক্তিতে সম্মতি দেবে। ফলে ইউক্রেনের কিছু অঞ্চল রাশিয়ার দখলে চলে যাবে।
ইউরোপের শীর্ষ নেতারা ইউক্রেন পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যুদ্ধের অবসান ঘটাতে প্রয়োজনে ইউক্রেনে ব্রিটিশ সেনা মোতায়েনের জন্যেও প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন। তিনি সম্প্রতি বলেছেন, আমি এটা হালকাভাবে বলি না। আমি অত্যন্ত গভীরভাবে অনুভব করি যে দায়িত্বটি সম্ভাব্যভাবে সেনা এবং নারীদের ক্ষতির পথ থেকে রক্ষার জন্য।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
এমজে