ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

এসডিএফকে হটিয়ে শহর উদ্ধার করলো তুর্কি-সমর্থিত সিরিয়ান গোষ্ঠী 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৪
এসডিএফকে হটিয়ে শহর উদ্ধার করলো তুর্কি-সমর্থিত সিরিয়ান গোষ্ঠী 

তুরস্ক-সমর্থিত সিরিয়ান গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্র-সমর্থিত কুর্দি-নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) এর কাছ থেকে সিরিয়ার উত্তরাঞ্চলের একটি শহর দখল করে নিয়েছে।  

সংবাদ সংস্থা রয়টার্সের কাছে বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের একটি নিরাপত্তা সূত্র।

আলেপ্পো প্রদেশের পূর্বাঞ্চলে অবস্থিত মানবিজ শহরে তুরস্ক-সমর্থিত সিরিয়ান ন্যাশনাল আর্মি (এসএনএ) এবং এসডিএফ-এর মধ্যে তীব্র সংঘর্ষ হয়। পরে শহরটির দখল নেয় এসএনএ।

সম্প্রতি আসাদের পতনের সুযোগ নিয়ে দুটি দলই নিজেদের দখল সম্প্রসারণের সুযোগ নিয়ে আসছে।  

ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র সমর্থনে কুর্দি-নেতৃত্বাধীন পিপলস প্রোটেকশন ইউনিটস (ওয়াইপিজি) এবং অন্যান্য গোষ্ঠীগুলোকে সঙ্গে নিয়ে ২০১৪ সালে গঠিত হয় এসডিএফ।

এর আগে ২০১২ সাল থেকে ওয়াইপিজি সিরিয়ার উত্তর-পূর্ব অঞ্চলের বড় অংশ নিয়ন্ত্রণ করছিল।

তুরস্ক ওয়াইপিজি-কে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)-এর সঙ্গে সম্পৃক্ত বলে মনে করে। পিকেকে তুরস্কে কয়েক দশক ধরে সশস্ত্র বিদ্রোহ চালিয়ে আসছে।

২০১৬ সাল থেকে তুরস্ক কুর্দি গোষ্ঠী এবং ইসলামিক স্টেটকে নিজেদের সীমান্ত থেকে দূরে সরিয়ে দিতে সিরিয়ায় সেনা প্রেরণ করে। পরে স্থানীয় কিছু গোষ্ঠীকে একত্রিত করে সিরিয়ান ন্যাশনাল আর্মি গঠনে সাহায্য করে তুরস্ক। যা তুর্কি সামরিক সহায়তায় সিরিয়ার-তুরস্ক সীমান্ত বরাবর কিছু অঞ্চলের নিয়ন্ত্রণ নেয়। ধারণা করা হচ্ছে এই সব গোষ্ঠীর 'সমন্বিত অভিযানে'র কারণেই আসাদের পতন এত দ্রুত হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।