ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিহারে ধর্মীয় উৎসব চলাকালে পানিতে ডুবে ৪৬ জনের মৃত্যু 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৪
বিহারে ধর্মীয় উৎসব চলাকালে পানিতে ডুবে ৪৬ জনের মৃত্যু 

ভারতের বিহারে তিন দিনব্যাপী ‘জীবিতপুত্রিকা’ উৎসব চলাকালে নদী ও পুকুরে পবিত্র স্নান করতে গিয়ে ডুবে প্রাণ গেছে ৪৬ জনের। এর মধ্যে ৩৭ শিশু রয়েছে।

 

রাজ্য সরকার বৃহস্পতিবার এক বিবৃতিতে এমনটি জানিয়েছে। নিহত ৪৬ জনের মধ্যে নারী ৪ জন।  

২০২৩ রাজ্যে ‘জীবিতপুত্রিকা’ উৎসব চলাকালে রাজ্যে সব মিলিয়ে ২২ জন নিহত হন। এ উৎসব উপলক্ষে নারীরা তাদের সন্তানদের সুস্থতার জন্য উপবাস পালন করেন। তিন দিনের উৎসবে অনুসারীদের নদী ও পুকুরে পবিত্র স্নান সম্পন্ন করার রীতি রয়েছে।  

রাজ্য সরকারের বিবৃতিতে বলা হয়েছে, উৎসব চলাকালে রাজ্যজুড়ে ৪৩ জনের প্রাণ যায়, বাকি তিনজন স্নানে গিয়ে নিখোঁজ জন।

১৫টি জেলা থেকে মৃত্যুর খবর এসেছে। বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ বলছে, ৪৩ মরদেহ এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান চলছে।

পূর্ব চম্পারণ, পশ্চিম চম্পারণ, আওরঙ্গবাদ, নালন্দা, কাইমুর, বক্সার, সিওয়ান, রোহতাস, সারান, পাটনা, বৈশালি, মুজাফফরপুর, সমস্তিপুর, গোপালগঞ্জ ও আরওয়াল জেলায় ডুবে যাওয়ার ঘটনা ঘটে। আওরঙ্গবাদে আট, কাইমুরে সাত ও পাটনায় পাঁচজনের প্রাণ গেছে।  

বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এসব ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। চার লাখ রুপি করে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন।  

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।