ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বেলগোরোদের একটি জেলা থেকে লোকজনকে সরিয়ে নিচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৪
বেলগোরোদের একটি জেলা থেকে লোকজনকে সরিয়ে নিচ্ছে রাশিয়া

ইউক্রেন সীমান্তে সামরিক তৎপরতা বাড়তে থাকায় রাশিয়া বেলগোরোদ অঞ্চলের একটি জেলা ফাঁকা করতে শুরু করেছে। খবর আল জাজিরার।

বেলগোরোদের গভর্নর সোমবার বলেন, তিনি ওই অঞ্চলের একটি জেলা থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন।  

রুশ বাহিনী ইউক্রেনের বাহিনীর সঙ্গে পার্শ্ববর্তী কুরস্ক অঞ্চলে লড়াইয়ে লিপ্ত।  

সোমবার মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামে বেলগোরোদ অঞ্চলের গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ সতর্ক করে দিয়ে বলেন, ক্রাসনোয়ারুজস্কি জেলার সীমান্তে শত্রুরা সক্রিয়।  

তিনি বলেন, আমাদের জনগণের স্বাস্থ্য ও নিরাপত্তা বিবেচনায় আমরা ক্রাসনোয়ারুজস্কি জেলায় বসবাসরতদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছি।  

তিনি আরও বলেন, যে হুমকি দেখা দিয়েছে তা মোকাবিলায় আমাদের সেনারা সবকিছুই করবে, আমি নিশ্চিত।

গ্ল্যাডকবের বিবৃতিতে এটি স্পষ্ট নয়, কত সংখ্যক রুশ বাসিন্দাকে এ পর্যন্ত ওই জেলা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। গত কয়েক মাসের মধ্যে বেলগোরোদ অঞ্চলে প্রায়শই ইউক্রেনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে।  

৬ আগস্ট কুরস্কে ইউক্রেনীয় বাহিনী প্রবেশ করার পর থেকে বেলগোরোদ লাগোয়া সীমান্তের কাছে কিয়েভের সামরিক তৎপরতা তীব্রভাবে বেড়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।