ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ার জন্য ‘লুট করা’ শস্যবাহী জাহাজ জব্দ করল ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, জুলাই ১১, ২০২৪
রাশিয়ার জন্য ‘লুট করা’ শস্যবাহী জাহাজ জব্দ করল ইউক্রেন

ইউক্রেন একটি আন্তর্জাতিক পণ্যবাহী জাহাজ আটক করেছে। দেশটি বলছে, জাহাজটি রাশিয়া-অধিকৃত ক্রিমিয়া থেকে চুরি করা ইউক্রেনীয় শস্য পরিবহন করছিল।

 

ইউক্রেনের নিরাপত্তা পরিষেবা (এসবিইউ) বৃহস্পতিবার বলেছে, তাদের বাহিনী ইউক্রেনের ওডেসা অঞ্চলের কাছে কৃষ্ণসাগরে একটি জাহাজ আটকেছে। তারা জাহাজটি জব্দ করছে এবং ক্যাপটেনকে গ্রেপ্তার করছে।  

উসকো এমফু নামে ক্যামেরুনের পতাকাবাহী জাহাজটি রাশিয়ার জন্য কাজ করে। মধ্যপ্রাচ্যে শস্য রপ্তানিতে এটি ব্যবহৃত হয় বলে জানিয়েছে এসবিইউ।  

এসবিইউর বিবৃতিতে বলা হয়েছে, গত বছর থেকে সেভাস্তোপলে ক্রিমিয়ান সমুদ্রবন্দরে বারবার নোঙর করা হয়েছে কয়েক টন লুট করা পণ্য তোলার জন্য।  

সেভাস্তোপোল কৃষ্ণসাগরে রাশিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি।

এসবিইউ বলছে, গতিবিধি গোপন করার জন্য জাহাজটি নিয়মিত জিপিএস ট্র্যাকার বন্ধ করত এবং মিথ্যা ভ্রমণ তথ্য দিত।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, জুলাই ১১, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।