ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

খারকিভে রাশিয়ার হামলায় নিহত ১১ 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, মে ২০, ২০২৪
খারকিভে রাশিয়ার হামলায় নিহত ১১ 

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের সীমানায় একটি ব্যস্ত রিসোর্টে হামলা চালিয়েছে রাশিয়া। ওই অঞ্চলের কয়েকটি গ্রামেও হামলা চালিয়েছে দেশটির বাহিনী।

 

হামলায় ১১ জনের প্রাণহানি ঘটেছে। অনেকে আহত হয়েছেন বলেও জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

রাশিয়ার বেলগোরোদ অঞ্চল থেকে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় খারকিভ শহরের উপকণ্ঠে এক সন্তানসম্ভবা নারীসহ ছয়জন নিহত হন। ইউক্রেনীয় কর্তৃপক্ষ এমনটি জানায়।  

খারকিভের প্রসিকিউটর দপ্তর বলছে, বিনোদনকেন্দ্রটিতে হামলায় ২৭ জন আহত হয়েছেন। সেখানকার এক কর্মী নিখোঁজ রয়েছেন।  

আহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা ও একজন অ্যাম্বুলেন্সকর্মীও রয়েছেন, যারা প্রথম হামলার পর লোকজনকে সাহায্য করতে গিয়েছিলেন।

শনিবার খারকিভের গভর্নর ওলেহ সিনেহুবভ বলেন, রাশিয়ার সেনাদের স্থল হামলার পর ৯ হাজার ৯০৭ জনকে ওই অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, মে ২০, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।