ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

স্ত্রীকে পিটিয়ে হত্যা করলেন কাজাখস্তানের সাবেক মন্ত্রী, আদালতে সিসিটিভি ফুটেজ পেশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, মে ৪, ২০২৪
স্ত্রীকে পিটিয়ে হত্যা করলেন কাজাখস্তানের সাবেক মন্ত্রী, আদালতে সিসিটিভি ফুটেজ পেশ

কাজাখস্তানের সাবেক অর্থমন্ত্রী বিশিমবায়েভের বিরুদ্ধে তার স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে উঠেছে। আদালতে এ ঘটনার সিসিটিভি ফুটেজ পেশ করা হয়েছে।

২০২৩ সালের ৯ নভেম্বর কাজাখস্তানের একটি রেস্তোরাঁয় ঘটনাটি ঘটে। বিশিমবায়েভকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, কাজাখাস্তানের সবচেয়ে বড় শহর আলমাতির একটি রেস্তোরাঁয় সাবেক অর্থমন্ত্রী বিশিমবায়েভের স্ত্রী ৩১ বছর বয়সী সালতানাত নুকেনোভার মরদেহ পাওয়া যায়। রেস্তোরাঁটি বিশিমবায়েভের এক আত্মীয়ের মালিকানাধীন। মারা যাওয়ার আগে স্বামী-স্ত্রী সেখানে একদিন সময় কাটিয়েছিলেন। রেস্তোরাঁর সিসিটিভি ফুটেজে সালতানাতের সঙ্গে আক্রমণাত্মক ভঙ্গিতে দেখা গেছে বিশিমবায়েভকে।

এ ঘটনায় দায়ের হওয়ার মামলা আদালতে গড়ানোর পর বিচারকের সামনে ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ পেশ করা হয়। সালতানাতকে তার স্বামীর মারধরের আট ঘণ্টার দীর্ঘ ভিডিও আদালকে দেখানো হয়।

ভিডিওয় দেখা গেছে, ৪৪ বছর বয়সী কাজাখ অর্থমন্ত্রী বিশিমবায়েভ তার স্ত্রীকে বারবার লাথি ও ঘুষি মারছেন। ভিডিওতে স্ত্রীকে চুল ধরে টেনে অন্য একটি রুমেও নিয়ে যেতে দেখা যায়।

আদালতে সরকারি আইনজীবী জানিয়েছেন, স্বামীর হাত থেকে বাঁচতে শৌচালয়ে গিয়ে লুকিয়েছিলেন সালতানাত। দরজা ভেঙে তাকে সেখান থেকে বের করে এনে মারধর শুরু করেন সাবেক মন্ত্রী।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন সালতানাত। কয়েক ঘণ্টা ধরে তিনি অজ্ঞান ছিলেন। ১২ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছায় অ্যাম্বুলেন্স ও মেডিকেল কর্মীরা। তারা সালতানাতকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের রিপোর্টে লেখা হয়েছে, সালতানাত মস্তিষ্কের আঘাতের কারণে মারা গেছেন। নাকের হাড় ভেঙে যায় তার। এ ছাড়া তার মুখে, মাথায়, বাহু ও হাতে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

বিশিমবায়েভের বিরুদ্ধে নির্যাতন ও হত্যার অভিযোগ আনা হয়েছে এবং তাকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। হত্যার পুরো বিচার সোশ্যাল মিডিয়ায় লাইভ দেখানো হয়েছে।

অনেকে বিশিমবায়েভকে দেশের ধনী শাসক গোষ্ঠীর একজন সাধারণ সদস্য হিসেবে দেখেন। দোষী সাব্যস্ত হলেও তিনি কোনোভাবে তার শাস্তি এড়িয়ে যেতে পারেন। এর আগেও বিশিমবায়েভকে ঘুষের অভিযোগে ২০১৭ সালে গ্রেপ্তার করা হয়েছিল এবং ১০ বছরের কারাদণ্ডও দেওয়া হয়েছিল। কিন্তু তিন বছরেরও কম সময়ের মধ্যে কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, মে ৪, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।