ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাজস্থানে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, মার্চ ১২, ২০২৪
রাজস্থানে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত

ভারতীয় বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান মঙ্গলবার রাজস্থানের জয়সালমিরে দুর্ঘটনার শিকার হয়েছে। বাহিনীটির তেজস যুদ্ধবিমান প্রশিক্ষণকাল বিধ্বস্ত হয়।

পাইলট নিরাপদে বের হতে পেরেছেন।  

এ ঘটনায় ভারতীয় বিমান বাহিনী এক বিজ্ঞপ্তিতে বলেছে, অপারেশনাল ট্রেনিং সর্টির সময় বিমান বাহিনীর তেজশ দুর্ঘটনার শিকার হয়। পাইলট নিরাপদে বের হতে পেরেছেন।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কোর্ট অব ইনকোয়ারি গঠন করা হয়েছে বলেও জানায় ভারতীয় বিমান বাহিনী

হালকা যুদ্ধবিমান তেজস ভারতীয় সামরিক বাহিনীর ব্যবহৃত একটি সুপারসনিক বিমান। এটি অভ্যন্তরীণভাবে উৎপাদিত।  

গত মাসের শুরুর দিকে, পশ্চিমবঙ্গে প্রশিক্ষণের সময় ভারতীয় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার সম্মুখীন হয়।  

কলাইকুন্ডা এয়ার ফোর্স স্টেশনের কাছে বেসামরিক এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। তবে কোনো প্রাণহানি বা বেসামরিক সম্পত্তির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সেবার দুই পাইলটই নিরাপদে বের হয়ে যান।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, মার্চ ১২, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।