ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৪
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

ইউক্রেনজুড়ে ক্রুজ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও শাহেদ-ধরনের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত তিন বেসামরিক নাগরিকের প্রাণ গেছে।

আহত হয়েছেন অন্তত ১০ জন। ইউক্রেন কর্তৃপক্ষ এসব তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।

রাশিয়া অন্তত তিনটি বড় শহরে হামলা চালিয়েছে। এমনটি জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। তাদের দাবি, রাশিয়ার ছোড়া ৬৪টি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মধ্যে ৪৪টি তারা ভূপাতিত করেছে।  

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাজধানী কিয়েভে অন্তত দুজন নিহত হয়েছেন। দেশের দক্ষিণাঞ্চলের মাইকোলাইভে একজন নিহত হয়েছেন।  

এক্স হ্যান্ডলে এক পোস্টে জেলেনস্কি বলেন, আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে আরেকটি বড় হামলা হয়েছে। শত্রুদের হামলার শিকার হয়েছে ছয়টি অঞ্চল। আমাদের সব পরিষেবা এখন কাজ করছে।

কিয়েভের কিছু অংশ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। উচ্চ ভোল্টেজের তার ক্ষতিগ্রস্ত হয়েছে। লোকজন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বলে জানান প্রেসিডেন্ট।  

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানান, সেখানে ১৩ জন আহত হয়েছেন। এর মধ্যে এক সন্তানসম্ভবা নারীও রয়েছেন।  

কিয়েভের কয়েকটি জেলায় অ্যাপার্টমেন্ট ভবনে আগুন ধরে গিয়েছিল।  

মাইকোলাইভের মেয়র অলেক্সান্ডার সেনকেভিচ বলেন, হামলায় বন্দর নগরীতে ২০টি ঘরের ছাদ ভেঙে গেছে এবং গ্যাস ও পানির পাইপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে একজন নিহত হয়েছেন।  

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে ৫২ বছর বয়সী এক নারী এস-৩০০ ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়েছেন বলে জানান আঞ্চলিক ওলেহ সিনেহুবভ।  

রাশিয়ার ক্ষেপণাস্ত্রগুলো পশ্চিম ইউক্রেনের লভিভ অঞ্চল পর্যন্ত আঘাত হানে, সেখানে আগুন ধরে গিয়েছিল বলে জানান কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।