ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

খারকিভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৪
খারকিভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৭

ইউক্রেনের খারকিভ শহরে কয়েকটি ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত ১৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

খবর আল জাজিরার।

আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিহুবভ বলেন, মঙ্গলবার রাতে দুটি এস-৩০০ ক্ষেপণাস্ত্র ইউক্রেনের দ্বিতীয় বড় শহরের কেন্দ্রে কয়েকটি ভবনে আঘাত হানে। ১৪ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

টেলিগ্রামে এক পোস্টে তিনি বলেন, দুই নারীর অবস্থা গুরুতর।  

খারকিভের গভর্নর ইহর তেরেখোভ বলেন, ক্ষেপণাস্ত্র আঘাত করা স্থানগুলোতে কোনো সামরিক স্থাপনা ছিল না। সেখানে বাসস্থান ছিল।

টেলিগ্রামে তিনি লেখেন, ১০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকারী দল কাজ করছে। সেখানে অনেক পরিমাণে ধ্বংসাবশেষ রয়েছে।  

ইউক্রেনের জরুরি পরিষেবা সংস্থা বলছে, ক্ষেপণাস্ত্রগুলোর একটি একটি তিনতলা ভবনে আঘাত করে। সেখানে আগে একটি মেডিকেল সেন্টার ছিল।

খারকিভের অবস্থান রাশিয়ার ৩০ কিলোমিটার দূরত্বে। ২০২২ সালে রাশিয়ার হামলা শুরু হওয়ার পর শহরটি বারবার হামলার শিকার হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।