ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আড়াই শতাধিক ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৩
আড়াই শতাধিক ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

ইউক্রেন যুদ্ধ ইস্যুতে রাশিয়াকে আরও বিচ্ছিন্ন করতে যুক্তরাষ্ট্র নতুন করে আড়াই শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে।

দেশটির পররাষ্ট্র ও অর্থ দপ্তর মঙ্গলবার এসব নিষেধাজ্ঞার কথা জানায়।

খবর আল জাজিরার।  

পররাষ্ট্র ও অর্থ দপ্তর জানায়, তারা তুরস্ক, চীন ও আরব আমিরাতসহ কয়েকটি দেশের আড়াই শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন বলেন, ক্রেমলিন ক্রমাগতভাবে রাশিয়াকে একটি যুদ্ধকালীন অর্থনীতির দেশে পরিণত করেছে। কিন্তু পুতিনের যুদ্ধযন্ত্র একা অভ্যন্তরীণ উৎপাদনে টিকে থাকতে পারে না।

মার্কিন অর্থ দপ্তর জানায়, রাশিয়ার জন্য অস্ত্র সংগ্রহে জড়িত চারটি প্রতিষ্ঠানের পাশাপাশি চীন, রাশিয়া, হংকং ও পাকিস্তানের নয় ব্যক্তি এ দফার নিষেধাজ্ঞায় রয়েছেন।

ক্রেমলিনের রাজস্বের গুরুত্বপূর্ণ উৎস রাশিয়ার জ্বালানি খাতের সঙ্গে যাদের সংযোগ রয়েছে, তাদেরও নিষেধাজ্ঞায় রাখা হয়েছে।

এমন সময় যুক্তরাষ্ট্রের এ নিষেধাজ্ঞার ঘোষণা করা হলো, যখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আরও সামরিক সহায়তা সুরক্ষিত করার প্রয়াসে ওয়াশিংটন সফর করলেন।  

বাংলাদেশ সময়: ০৩১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।