ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পিকাসোর আঁকা ছবি নিলামে দেড় হাজার কোটি টাকায় বিক্রি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৩
পিকাসোর আঁকা ছবি নিলামে দেড় হাজার কোটি টাকায় বিক্রি

পাবলো পিকাসোর বিখ্যাত চিত্রকর্ম ‘উইমেন উইথ আ ওয়াচ’ বিক্রি হলো ১৩৯ দশমিক ৪ মিলিয়ন ডলারে (বাংলাদেশি মুদ্রায় এক হাজার ৫৪০ কোটি টাকা)।

১৮৩২ সালে পাবলো পিকাসো ছবিটি এঁকেছিলেন।

এটিই পিকাসোর দ্বিতীয় সর্বোচ্চ দামে বিক্রি হওয়া ছবি। নিউইয়র্কে সদবিসের নিলামে ছবিটি বিক্রি হয়।

ছবির পশ্চাদপট হলো নীল। ছবিতে দেখা যায়, সিংহাসনের মতো চেয়ারে বসে আছেন এক নারী। বিশেষজ্ঞরা যাকে ফরাসি শিল্পী মেরি ওয়াল্টার বলে চিহ্নিত করেছেন এবং এই ছবিতে স্প্যানিশ শিল্পীর প্রেমিকা ও তাকে নিয়ে মুগ্ধতার আবেশ ফুটে উঠেছে বলে তারা মনে করেন।

পিকাসোর নিলামে বিক্রি হওয়া সবচেয়ে দামি চিত্রকর্ম হলো ‘লেস ফেমিস ডি’আলজার’ (উইমেন অব আলজিয়ার্স)। ২০১৫ সালে নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টি'স ১৭৯ মিলিয়ন ডলারে এটি বিক্রি করে।  

‘লেস ফেমিস ডি’আলজার’ হলো ১৫টি চিত্রকর্ম ও আঁকাআঁকির একটি সিরিজ। এর একটিই রেকর্ড দামে বিক্রি হয়েছিল।

১৮৮১ সালে স্পেনে জন্ম হয় পিকাসোর। বেড়ে ওঠেন বার্সেলোনায়। পরে পিকাসো ফ্রান্সে চলে যান। পিকাসো আধুনিক সময়ে সবচেয়ে প্রভাবশালী শিল্পীদের মধ্যে অন্যতম।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।