ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় যুদ্ধ নয়, গণহত্যা চলছে: ব্রাজিলের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৩
গাজায় যুদ্ধ নয়, গণহত্যা চলছে: ব্রাজিলের প্রেসিডেন্ট

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা গাজায় চলমান উত্তেজনাকে যুদ্ধ নয় ‘গণহত্যা’ বলে উল্লেখ করেছেন, যা হাজারো শিশুর মৃত্যুর কারণ হয়েছে। খবর আল জাজিরা।

মধ্যপ্রাচ্যে এখন যা ঘটছে তা খুবই গুরুতর উল্লেখ করে লুলা বলেন, ‘কার কী যুক্তি আছে বা কে ভুল তা আলোচ্য বিষয় নয়। সমস্যাটি হলো, এটা যুদ্ধ নয়, এটা গণহত্যা, যা ২০০০ শিশুকে হত্যা করেছে— যাদের এই যুদ্ধে কিছুই করার নেই অথচ তারা এর শিকার। ’

গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ২৭০৪ শিশুসহ কমপক্ষে ৬৫৪৬ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং ১৭৪৩৯ জন আহত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৩
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।