ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চীন সফরে যাচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, জুন ৯, ২০২৩
চীন সফরে যাচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আগামী সপ্তাহে রাষ্ট্রীয় সফরে চীনে যাচ্ছেন। ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনায় সহজ করতে বেইজিংয়ের আগ্রহ প্রকাশের পরই তিনি এই সফরে যাচ্ছেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং শুক্রবার বলেন, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে ফিলিস্তিনের প্রেসিডেন্ট আগামী ১৩-১৬ জুন চীনে রাষ্ট্রীয় সফরে আসছেন। আল জাজিরা।

মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা ওয়াং ওয়েনবিন সংবাদ সম্মেলনে বলেন, আব্বাস চীনা জনগণের পুরোনো ও ভালো বন্ধু।

গেল ডিসেম্বরে প্রেসিডেন্ট শি সৌদি আরবে যান। সেখানে তিনি আব্বাসের সাথে দেখা করেন এবং ফিলিস্তিন সমস্যার দ্রুত, ন্যায্য এবং টেকসই সমাধানের জন্য কাজ করার অঙ্গীকার করেন।

এপ্রিলে চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং ইসরায়েল ও ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীদের বলেন, তার দেশ শান্তি আলোচনায় সাহায্য করতে ইচ্ছুক।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, জুন ৯, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।