ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

তাইওয়ানের আকাশে চীনের ৩৭ যুদ্ধবিমান  

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, জুন ৮, ২০২৩
তাইওয়ানের আকাশে চীনের ৩৭ যুদ্ধবিমান  

মাত্র ছয় ঘণ্টার মধ্যেই চীনের ৩০টিরও বেশি যুদ্ধবিমান তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা সীমানায় প্রবেশ করেছে। দ্বীপরাষ্ট্রটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার এই খবর জানিয়েছে।

এনডিটিভি।   

চীন স্ব-শাসিত তাইওয়ান রাষ্ট্রকে নিজের অঞ্চল বলে দাবি করে থাকে। তাদের শপথ একদিন তারা এটি দখলে নেবে, যদি প্রয়োজন হয়, তবে জোরপূর্বকই নেবে।

সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ানের আকাশসীমায় অনুপ্রবেশ বাড়িয়েছে চীন। আগের বছরের তুলনায় ২০২২ সালে তা দ্বিগুণ বাড়ে।

তাইওয়ানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সান লি-ফ্যাং বৃহস্পতিবার জানান, ভোর ৫টা থেকে মোট ৩৭টি সামরিক বিমান তাইওয়ানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আকাশ প্রতিরক্ষা অঞ্চলে প্রবেশ করেছে।

বেলা ১১টার দিকে সান বলেন, সেগুলোর মধ্যে কয়েকটি দীর্ঘ-পরিসরের প্রশিক্ষণের অংশ হিসেবে পশ্চিম প্রশান্ত মহাসাগরের দিকে চলে গেছে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় টুইটারে জানিয়েছে, তারা গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। জবাবে টহল বিমান, জাহাজ ও স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠানো হয়েছে।

এখনো চীনা বিমানের অনুপ্রবেশ চলছে কি না, তা স্পষ্ট করেনি প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, জুন ৮, ২০২৩
আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।