ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

স্পেনের প্রধানমন্ত্রীর আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, মে ২৯, ২০২৩
স্পেনের প্রধানমন্ত্রীর আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ছবি: সংগৃহীত

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সংসদ ভেঙে দিয়ে দেশটিতে ২৩ জুলাই আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন।

সোমবার (২৯ মে) তিনি এ ঘোষণা দেন।

রোববার (২৮ মে) আঞ্চলিক নির্বাচনে সানচেজের সোশ্যালিস্ট পার্টির বিপর্যয়ের পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

দেশটির জাতীয় টেলিভিশনে বিবৃতিতে সানচেজ বলেছেন, তিনি ২৩ জুলাই সংসদীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য স্পেনের রাজা ফিলিপ ষষ্ঠ রাষ্ট্রপ্রধানকে জানিয়েছেন। সিদ্ধান্তটি অনুমোদনের জন্য সোমবার মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে।

সানচেজ বলেন, আমি গতকালের নির্বাচনের ফলের উপর ভিত্তি করে এ সিদ্ধান্ত নিয়েছি।

রক্ষণশীল পপুলার পার্টি রোববারের নির্বাচনে বিপুল সংখ্যা গরিষ্ঠতা লাভ করেছে। দেশের পূর্বে ভ্যালেন্সিয়া আঞ্চলিক সরকার এবং দক্ষিণে সেভিল সিটি হলসহ আঞ্চলিক এবং নগর সরকারগুলোতে বর্তমান সমাজতন্ত্রীদের পরাজিত করেছে।

৫১ বছর বয়সী সানচেজ তৎকালীন রক্ষণশীল প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়ের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোটে জয়ী হয়ে ২০১৮ সালে প্রধানমন্ত্রী হন।

সানচেজ তারপর ২০১৯ সালের নভেম্বরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জয়লাভ করেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হন। পরে বাধ্য হয়ে বামপন্থী পোডেমোস পাটির সমর্থন নিয়ে জোট সরকার গঠন করেন। রোববারের নির্বাচনে সানচেজের পার্টিকে সমর্থন দেওয়া ওই পার্টিরও ভরাডুবি হয়।  

সূত্র: সিএনএন

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, মে ২৯, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।