ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনের একটি হাসপাতালে রুশ ক্ষেপণাস্ত্র হামলা 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, মে ২৬, ২০২৩
ইউক্রেনের একটি হাসপাতালে রুশ ক্ষেপণাস্ত্র হামলা 

পূর্ব ইউক্রেনের দিনিপ্রো শহরের একটি মেডিকেল ক্লিনিকে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

এর মধ্যে দুই শিশুও রয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, কর্তৃপক্ষ হাসপাতাল থেকে অন্যদের উদ্ধারে কাজ করেছে। খবর বিবিসি।

তিনি বলেন, এই অভিযানে প্রয়োজনীয় সব কর্তৃপক্ষ যোগ দিয়েছিল।

এর আগে আঞ্চলিক গভর্নর সেরিহি লিসাক বলেন, বৃহস্পতিবার রাতে শহরে হামলা চালানো হয়।

তিনি বলেন, রাতটি ছিল ভয়াবহ। এই অঞ্চলে শত্রুদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বিকট আওয়াজ হয়েছিল।

পরে তিনি নিশ্চিত করেন যে, আহত দুই শিশুর একজনের বয়স তিন, আরেকজনের বয়স ছয়।

হামলায় বিধ্বস্ত ক্লিনিকের একটি ভিডিও পোস্ট করেছেন জেলেনস্কি। ভিডিওতে দেখা যায়, অগ্নিনির্বাপক কর্মীরা কাজ করছেন। ভবন থেকে ধোঁয়া উড়ছে।

জেলেনস্কি বলেন, রুশ সন্ত্রাসীরা আরও একবার মানবিক ও সৎ কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের যোদ্ধাদের অবস্থান জানান দিল।

ইউক্রেনের বিভিন্ন কর্তৃপক্ষ বলছে, তারা গত রাতে রাশিয়ার ছোড়া ১৭টি ক্ষেপণাস্ত্র ও ৩১টি ড্রোন ভূপাতিত করেছে।

বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিনিপ্রো ও খারকিভে লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

ইউক্রেনের রাজধানী কিয়েভও লক্ষ্যবস্তু হয়েছিল। কর্মকর্তারা বলেন, আটকে দেওয়া ড্রোন একটি শপিং সেন্টারের ছাদের ওপর পড়ে। ড্রোন পরে একটি বাড়ি ও বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত কয়েক সপ্তাহে রাশিয়া ইউক্রেনে হামলার তীব্রতা বাড়িয়েছে। প্রত্যাশিত পাল্টা হামলা সামনে রেখে রাশিয়া ইউক্রেনের অবকাঠামো সুবিধাকে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করছে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মে ২৬, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।