ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্রতিরক্ষা খাতে ২২৪ বিলিয়ন ডলার ব্যয় করবে চীন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, মার্চ ৫, ২০২৩
প্রতিরক্ষা খাতে ২২৪ বিলিয়ন ডলার ব্যয় করবে চীন

২০২৩ সালে প্রতিরক্ষা বাজেট বাড়িয়ে ৭ দশমিক ২ শতাংশ করছে চীন। গত বছর এটি ছিল ৭ দশমিক ১ শতাংশ।

রোববার (৫ মার্চ) চীনের অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর চীন প্রতিরক্ষা খাতে ২২৪ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করবে।

অপর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের তুলনায় এ ব্যয় সামান্য বেশি। বার্ষিক প্রবৃদ্ধির গতির সঙ্গে তাল মিলিয়ে এ ব্যয় ধরা হয়েছে।

তবে বার্ষিক জিডিপি প্রবৃদ্ধির হার লক্ষ্যমাত্রার চেয়ে পাঁচ শতাংশ বেড়ে গেছে।

বিশ্বে বৃহত্তম সামরিক বাজেটের দেশগুলোর মধ্যে চীনের অবস্থান দ্বিতীয়। বিশ্বে অনেক বিশ্লেষক বলছেন, চীনে সরকারিভাবে ঘোষিত পরিমাণের চেয়ে বাস্তব ব্যয় আরও অনেক বেশি।

এদিকে চীনের প্রতিরক্ষা ব্যয় যুক্তরাষ্ট্রের তুলনায় এখনও অনেক কম। যুক্তরাষ্ট্র চলতি বছর সামরিক খাতে ৮০০ বিলিয়ন ডলার ব্যয় করছে।

উল্লেখ্য, গত বছর তাইওয়ানকে ঘিরে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা তীব্র রূপ নিয়েছিল। তখন থেকে দেশ দুটি নিজেদের প্রতিরক্ষা খাতে নতুন করে মনোযোগ বাড়ায়।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।