ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মহারাষ্ট্রে ১৮ বাংলাদেশি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, মার্চ ৪, ২০২৩
মহারাষ্ট্রে ১৮ বাংলাদেশি গ্রেফতার

ভারতের মহারাষ্ট্রে ১০ নারীসহ ১৮ বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।  তাদের থানে জেলা থেকে গ্রেফতার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে অভিযোগ তারা অবৈধভাবে বসবাস করছিলেন সেখানে।

শনিবার (৪ মার্চ) স্থানীয় প্রশাসন সূত্রে এ খবর জানা গেছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি

পুলিশ জানায়, পহেলা মার্চ অভিযান চালিয়ে তাদের ধরা হয়। নাভি মুম্বাইর ঘনসলি এলাকায় বিয়ের অুনষ্ঠানে অংশ নিতে কয়েকজন বাংলাদেশি জড়ো হয়েছে এমন খবর পেয়েই ঘটনাস্থল থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ দাবি করেছে, আটকদের মধ্যে ১০ জন নারী ও আটজন পুরুষ রয়েছেন। কোনো প্রকার অনুমোদিত ভিসা ও পাসপোর্ট ছাড়া তারা ওই এলাকায় প্রায় বছরখানেক ধরে বাস করছেন।

এরইমধ্যে গ্রেফতারদের বিরুদ্ধে একটি মামলা করেছে পুলিশ, তদন্ত শুরু হয়েছে বলেও জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।