ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

গুহা থেকে উদ্ধার সেই থাই কিশোর ফুটবল দলের অধিনায়কের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
গুহা থেকে উদ্ধার সেই থাই কিশোর ফুটবল দলের অধিনায়কের মৃত্যু

২০১৮ সালে থাইল্যান্ডের গুহা থেকে উদ্ধার পাওয়া ১২ শিশুর একজন দুয়াংপেচ প্রমথেপ। যুক্তরাজ্যে সে মারা গেছে।

মৃত্যুকালে বয়স ছিল ১৭ বছর।

গত রোববার লিস্টারশায়ারে একটি ছাত্রাবাসে প্রমথেপকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। মঙ্গলবার তার মৃত্যু হয়। বিবিসি।  

গত বছরের শেষে যুক্তরাজ্যের একটি ফুটবল একাডেমিতে ভর্তি হয় প্রমথেপ। সে ছিল থাইল্যান্ডের সেই কিশোর ফুটবল দলের দলনায়ক, যে দলটি চিয়াং রাই প্রদেশে একটি গুহার ভেতরে দুই সপ্তাহ আটকে ছিল।  

গুহায় দলটিকে পাওয়ার পর উদ্ধারকারীর টর্চের আলোতে তার হাসিমুখ দেখা যায়। উদ্ধার অভিযানের মধ্যে সবচেয়ে স্মরণীয় ছবি এটি।  

এটি এখনো নিশ্চিত নয়, এই কিশোর কীভাবে মারা গেছে। তবে লিস্টারশায়ার পুলিশ তার মৃত্যুকে সন্দেহের চোখে দেখছে না। থাইল্যান্ডে এক প্রতিবেদনে বলা হয়েছে, সে মাথায় আঘাত পেয়েছিল।  

গেল বছরের আগস্টে প্রমথেপের দলের অন্যরা আনন্দে মেতেছিল, যখন ইনস্টাগ্রামে সে ব্রুক হাউজ কলেজ ফুটবল একাডেমিতে পড়ার সুযোগ পাওয়ার কথা জানায়।  

সে লিখেছিল, আমার স্বপ্ন সত্যি হয়েছে। সেই আগস্টের আনন্দ ছয় মাস যেতে না যেতেই দলের অন্যদের কাছে বিষাদে পরিণত হলো।  

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।