ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চীন ও দ. আফ্রিকার সঙ্গে মহড়া করবে রুশ যুদ্ধজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
চীন ও দ. আফ্রিকার সঙ্গে মহড়া করবে রুশ যুদ্ধজাহাজ

চীন ও দক্ষিণ আফ্রিকার নৌবাহিনীর সঙ্গে অনুশীলনে অংশ নেবে রাশিয়ার যুদ্ধজাহাজ। আগামী ফেব্রুয়ারিতে এই অনুশীলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন তাস নিউজ এজেন্সির বরাত দিয়ে সোমবার (২৩ জানুয়ারি) আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, অ্যাডমিরাল গোর্শকভ নামে রুশ ওই যুদ্ধজাহাজটি হাইপারসনিক ক্রুজ অস্ত্রে সজ্জিত থাকবে।

প্রতিবেদনটিতে জানানো হয়েছে, রুশ এই যুদ্ধজাহাজটিতে জিরকন ক্ষেপণাস্ত্র রয়েছে। এই অস্ত্র শব্দের চেয়ে নয় গুণ গতিতে উড়ে যেতে পারে। এটি এক হাজার কিলোমিটারেরও বেশি দূরে আঘাত হানতে সক্ষম।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনির্দিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে তাস জানিয়েছে, যুদ্ধজাহাজ অ্যাডমিরাল গোর্শকভ সিরিয়ার তারতুসে লজিস্টিক সাপোর্ট পয়েন্টে যাবে। এরপর সেটি চীন ও দক্ষিণ আফ্রিকার নৌবাহিনীর সাথে যৌথ নৌ মহড়ায় অংশ নেবে।

দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল ডিফেন্স ফোর্স জানিয়েছে, ১৭-২৬ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার পূর্ব উপকূলে ডারবান ও রিচার্ডস বে বন্দর শহরগুলোর কাছে এই মহড়া চলবে।

এর আগে গত সপ্তাহের বৃহস্পতিবার ফোর্স বলেছে, যৌথ মহড়ার লক্ষ্য হচ্ছে- দক্ষিণ আফ্রিকা, রাশিয়া ও চীনের মধ্যে থাকা সম্পর্ক আরও জোরদার করা।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।