ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘এশিয়ার বেস্ট এমপ্লয়ার ব্র্যান্ড অ্যাওয়ার্ড-২০২২’ পেল রবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২২
‘এশিয়ার বেস্ট এমপ্লয়ার ব্র্যান্ড অ্যাওয়ার্ড-২০২২’ পেল রবি

ঢাকা: এশিয়ার সেরা এমপ্লয়ার ব্র্যান্ড-২০২২ হিসেবে রবিকে পুরস্কৃত করেছে ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেস। দ্বিতীয়বারের মতো এই অ্যাওয়ার্ড পেল রবি।

এর আগে ২০১৯ সালে প্রথম এই অ্যাওয়ার্ড পায় অপারেটরটি।

রোববার (১৮ সেপ্টেম্বর) রবি এক বিজ্ঞপ্তিতে জানায়, অ্যাওয়ার্ডটি এমন প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দেয় যারা মার্কেটিং কমিউনিকেশনসকে কাজে লাগিয়ে মেধাবীদের আকৃষ্ট করে এবং তাদের প্রতিভা বিকাশে যত্নশীল।

সিঙ্গাপুরে আয়োজিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কোম্পানির পক্ষ থেকে অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন রবির অর্গানাইজেশনাল চেঞ্জ অ্যান্ড এমপ্লয়ি এক্সপেরিয়েন্সের ভাইস প্রেসিডেন্ট সাবিন রহমান।

অ্যাওয়ার্ড প্রদান প্রক্রিয়ার অংশ হিসেবে ব্যবসায়িক লক্ষ্যের সঙ্গে মিল রেখে এইচআর কৌশল নির্ধারণ ও প্রয়োগের পাশাপাশি ভবিষ্যৎ অনুযায়ী দক্ষতা বৃদ্ধিতে রবির সক্ষমতা মূল্যায়ন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২২
এমআইএইচ/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।