ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নওগাঁয় আইসিটি অলিম্পিয়াড টিমের মিটআপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২২
নওগাঁয় আইসিটি অলিম্পিয়াড টিমের মিটআপ

নওগাঁ: এক ঝাঁক তরুণ-তরুণীকে নিয়ে ❝আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ ২০২২❞ ইভেন্টের প্রথম মিটআপ নওগাঁয় অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ এপ্রিল) দুপুরে নওগাঁ সরকারি কলেজের হল রুমে এ মিটআপ অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ মো. নাজমুল হাসান। এছাড়া আরও উপস্থিত ছিলেন আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের নওগাঁ জেলা কো-লিডার রওশন আরা তাবাছুমসহ নওগাঁ জেলার টিম লিডাররা।

অনুষ্ঠানে নওগাঁ জেলার সাতটি টিম অংশ নিয়েছে। নওগাঁ জেলার সব পর্যায়ের প্রতিষ্ঠানের টিম লিডার এবং টিমের বিভিন্ন সদস্যরা ছাড়াও সাধারণ শিক্ষার্থীরা ছিলেন এ আয়োজনে।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।