ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নতুন তরঙ্গ নেটওয়ার্ক সেবার মান উন্নত করবে: রবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০২২
নতুন তরঙ্গ নেটওয়ার্ক সেবার মান উন্নত করবে: রবি

ঢাকা: নতুন কেনা তরঙ্গ রবির নেটওয়ার্কে সেবার মানকে উল্লেখযোগ্যভাবে উন্নত করবে বলে জানিয়েছে অপারেটরটি।

বৃহস্পতিবার (৩১ মার্চ) রাজধানীর একটি হোটেলে বিটিআরসি দুই ব্যান্ডে তরঙ্গ নিলাম করে।

এতে চার অপারেটর অংশ নেয়। রবি ২৬০০ (২ দশমিক ৬ গিগাহার্জ) ব্যান্ডে ৬টি ব্লকে ৩ হাজার ৩৬০ কোটি টাকায় কিনেছে ৬০ মেগাহার্টজ তরঙ্গ।

এক প্রতিক্রিয়ায় রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, একটি অত্যন্ত সফল বেতার তরঙ্গ নিলাম কার্যক্রম পরিচালনা করার জন্য আমরা টেলিযোগাযোগ মন্ত্রী এবং নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে ধন্যবাদ জানাই।

তিনি আরও বলেন, সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করে অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালিত এই নিলাম থেকে আমরা ২৬০০ মেগাহার্জ ব্যান্ডে ৬০ মেগাহার্টজ তরঙ্গ নিতে পেরে অত্যন্ত আনন্দিত। আমরা বিশ্বাস করি, এই তরঙ্গ আমাদের নেটওয়ার্কে সেবার মানকে উল্লেখযোগ্যভাবে উন্নত করবে এবং আমাদের গ্রাহকদের আরও ভাল ডিজিটাল অভিজ্ঞতা পেতে সাহায্য করবে।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, মার্চ ৩১, ২০২২
এমআইএইচ/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।