ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ব্রাহ্মণবাড়িয়ায় ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তিমেলা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
ব্রাহ্মণবাড়িয়ায় ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তিমেলা 

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তিমেলা হয়েছে।  

রোববার (৩১ জানুয়ারি) জেলা প্রশাসনের আয়োজনে শহরের নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের হলরুমে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়।

 

এ উপলক্ষে বিকেলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য র আ ম উবায়াদুল মোকতাদির চৌধুরী।  

অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মেহেদী মাহমুদ আকন্দের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. রুহুল আমিন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিভূতি ভূষণ দেবনাথ, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ এস এম মো. শফিকুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোজাম্মেল হোসেনের রেজাসহ অনেকে।  

বিজ্ঞানমেলায় নয়টি উপজেলার ২৭টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। পরে অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।