ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দীর্ঘ দিন পরে ক্রিকেটের এ বিজয় খুবই গুরুত্বপূর্ণ: জিএম কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
দীর্ঘ দিন পরে ক্রিকেটের এ বিজয় খুবই গুরুত্বপূর্ণ: জিএম কাদের

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দারুণ বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি।  

বুধবার (২০ জানুয়ারি) এক অভিনন্দন বার্তায় দলের খেলোয়ারদের পাশাপাশি ক্রিকেট কোচ, ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট সংশ্লিষ্টদের অভিনন্দন জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।

অভিনন্দন বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ের এই ধারাবাহিকতা অক্ষুণ্ন থাকবে। সিরিজের প্রতিটি খেলায় ক্রিকেটাররা আরো নৈপুণ্য প্রদর্শন করবে। দীর্ঘ বিরতির পরে ক্রিকেট দলের এই বিজয় খুবই গুরুত্বপূর্ণ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দারুণ বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে একইভাবে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।  

বাংলাদেশ সময়: ০৩১৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০

এসএমএকে/আরএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।