ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গুগলের ডাক পেলেন বাংলাদেশের অনিক

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, মে ২১, ২০২০
গুগলের ডাক পেলেন বাংলাদেশের অনিক

ঢাকা: টেক জায়ান্ট গুগল-এ যোগ দিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অফার লেটার পেয়েছেন বাংলাদেশের অনিক সরকার। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে গুগলের ইউরোপ অঞ্চলের প্রধান কার্যালয়ে সফটওয়্যার প্রকৌশলী হিসেবে যোগ দিতে অনিককে প্রস্তাব দিয়েছে গুগল। 

সম্প্রতি গুগলের পক্ষ থেকে এমন অফার লেটার পেয়েছেন বলে নিজ ফেসবুক আইডিতে বিষয়টি জানিয়েছেন অনিক সরকার। অনিক জানান, গুগল ক্লাউড স্টোরেজ এর সফটওয়্যার রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেবেন তিনি।

 

জানা যায়, ২০১৪-১৫ শিক্ষাবর্ষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন অনিক সরকার। সেখানেই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতক শেষে স্নাতকোত্তর পর্বে অধ্যয়নরত আছেন অনিক। একই সাথে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবেও কাজ করছেন তিনি।  

এর আগে চট্টগ্রামের কলেজিয়েট স্কুল এবং চট্টগ্রাম কলেজ থেকে যথাক্রমে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করেন অনিক সরকার।   

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, মে ২১, ২০২০
এসএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।