ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইসিসিবিতে গ্রামীণফোনের স্টারফেস্ট 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২০
আইসিসিবিতে গ্রামীণফোনের স্টারফেস্ট 

ঢাকা: রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলছে গ্রামীণফোনের স্টারফেস্ট। দেশের শীর্ষ বেসরকারি মোবাইল ফোন অপারেটর স্টার গ্রাহকদের জন্য এ উৎসবের আয়োজন করেছে। 

শুক্রবার (২৪ জানুয়ারি) সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় উৎসবে স্টার গ্রাহকরা পরিবার-পরিজন নিয়ে নিয়ে অংশ নিয়েছে।  

স্টারফেস্টে গ্রামীণফোনের ৪৫টি পার্টনার প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

যেখানে ফুড, আর্থিক প্রতিষ্ঠান, ইলেকট্রনিক পণ্য ও লাইফস্টাইল পণ্যের প্রতিষ্ঠানসহ নানা প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠান থেকে পণ্য কেনাকাটায় গ্রামীণফোনের স্টার গ্রাহকরা ছাড় পান।  

উৎসবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে। কনসার্টে অংশ নেবেন জনপ্রিয় ব্যান্ডশিল্পী ফুয়াদ, রকস্টার শুভ ও এলিটা। রাত ৯টায় শেষ হবে এই স্টারফেস্ট।  

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২০
টিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।