ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গোপালগঞ্জে ৩ দিনের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
গোপালগঞ্জে ৩ দিনের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

গোপালগঞ্জ: গোপালগঞ্জে তিন দিনের ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। মেলা চলবে আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে জেলা সদর উপজেলা হলরুমে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) শাহিদা সুলতানা।  

বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন মেলায় বসেছে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ১১টি স্টল।

সেখানে শিক্ষার্থীরা তাদের নানা উদ্ভাবনী প্রদর্শন করছেন।  

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা সদর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান নিরুন্নাহার ইউসুফ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোর্শেদ, কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ।  

এসময় যুব উন্নয়ন কর্মকর্তা সায়াদ উদ্দিন আহম্মদ, সমাজসেবা কর্মকর্তা সুলতানা জাহিদ পারভীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরান হোসেন মিয়াসহ শিক্ষার্থী, শিক্ষক ও সুধীজন উপস্থিত ছিলেন। জেলার অন্য উপজেলাগুলোতেও অনুরূপ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।