ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

জুডিশিয়াল সার্ভিস কমিশন ও টেলিটকের মধ্যে চুক্তি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৯
জুডিশিয়াল সার্ভিস কমিশন ও টেলিটকের মধ্যে চুক্তি

ঢাকা: বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন ও টেলিটকের মধ্যে করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী, নিয়োগ সার্ভিস উন্নয়ন ও ব্যবস্থাপনা সংক্রান্ত সহযোগিতা দেবে টেলিটক।
 

গত ৭ অক্টোবর (সোমবার) জুডিশিয়াল সার্ভিস কমিশনে এ চুক্তি সই হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানায় টেলিটক।
 
জুডিশিয়াল সার্ভিস কমিশনের পক্ষে সচিব সৈয়দ জাহেদ মনসুর এবং টেলিটকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দিন চুক্তিতে স্বাক্ষর করেন।


 
এছাড়াও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  
 
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৯
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।