ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বৃষ্টি উপেক্ষা করে ল্যাপটপ মেলায় ক্রেতা-দর্শনার্থীর ভিড়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৩ ঘণ্টা, জুলাই ১২, ২০১৯
বৃষ্টি উপেক্ষা করে ল্যাপটপ মেলায় ক্রেতা-দর্শনার্থীর ভিড় ল্যাপটপ মেলায় ক্রেতা-দর্শনার্থীদের ভিড়

ঢাকা: রাজধানীতে দিনভর বৃষ্টি হলেও চলমান ল্যাপটপ মেলায় এর কোনো প্রভাব পড়েনি। বৃষ্টি উপেক্ষা করে আসা ক্রেতা-দর্শনার্থীদের ভিড়ে ছুটির দিনের বিকেলে মেলা ছিলো উৎসবমুখর।

শুক্রবার (১২ জুলাই) বিকেলে মেলাপ্রাঙ্গণ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা যায়। এক্সপো মেকারের আয়োজনে তিন দিনব্যাপী এ মেলা চলবে শনিবার (১৩ জুলাই) পর্যন্ত।

মেলায় অংশ নেওয়া ওয়ালটনের ঢাকা ডিভিশনের সেলস ম্যানেজার মো. ফারুক মিয়া বাংলানিউজকে বলেন, গতকালের তুলনায় আজ মেলায় দর্শনার্থী ও ক্রেতার ভিড় বেশি। সকালে বৃষ্টির প্রভাব পড়েছিল মেলায়। দুপুরের পর থেকেই ক্রেতা-দর্শনার্থীদের ভিড় বাড়তে শুরু হয়।  

ল্যাপটপ, কম্পিউটারসহ বিভিন্ন ইলেকট্রনিক এক্সেসরিজ কিনতে দর্শনার্থীদের মধ্যে আগ্রহ দেখা যায় বেশি। মেলায় মোহাম্মদপুর থেকে আসা একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ইমরান হোসেন বাংলানিউজকে বলেন, বৃষ্টি থাকার পরও মেলায় এসেছি। কারণ, এখানে একসঙ্গে অনেক ল্যাপটপের তথ্য পাওয়া যাবে।

তাছাড়া কোন কোম্পানির কোন পণ্যের আপডেট ভার্সন আছে সে সম্পর্কেও ধারণা পাওয়া যাবে। ল্যাপটপ দেখছি। বাজেটের মধ্যে পছন্দ হলে নিয়ে নেবো বলে যোগ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, জুলাই ১২, ২০১৯
এমএমআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।