ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

শাওমি দিচ্ছে ১ টাকায় স্মার্টফোন!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
শাওমি দিচ্ছে ১ টাকায় স্মার্টফোন!

ঢাকা: মোবাইলফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের ১ বছর পূর্তি উপলক্ষে ১ টাকার ফ্ল্যাশ সেলসহ বিশেষ ছাড়ের আয়োজন করেছে। 

শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে এই অফারের পেজটি সক্রিয় (অ্যাক্টিভ) করা হয়।  
 
এই ফ্ল্যাশ সেলে ফ্যানরা ১ টাকার বিনিময়ে পাবেন শাওমি’র ৩টি বিভিন্ন মডেলের স্মার্টফোনসহ আরও অনেক কিছু।

এরমধ্যে রয়েছে পাওয়ার ব্যাংক, হেডফোন, ইউএসবি লাইট, ফ্যান ইত্যাদি। এছাড়া শাওমি’র ফ্ল্যাগশিপ মডেল মি মিক্সে থাকছে ৫ হাজার টাকা ছাড়।
 
এই ১ টাকা ফ্ল্যাশ সেলে অংশ নিতে ফ্যানদের www.xiaomibangladesh.com.bd ওয়েবসাইটে ঢুকে ফরম পূরণ করতে হবে।  

২০১৬ সালের ১৮ আগস্ট বাংলাদেশে শাওমির ন্যাশনাল ডিস্ট্রিবিউটর সোলার ইলেক্ট্রো বাংলাদেশ লিমিটেড (এসইবিএল) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।  

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।