ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

তাইহুলাইট বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটার

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
তাইহুলাইট বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটার সানওয়ে তাইহুলাইট

চীন কম্পিউটার চিপস বানানো শুরু করে মোটেই ২০০১ সালে। এরপর থেকে অগ্রগতি ছিলো প্রণিধানযোগ্য। কিন্তু এবার দেশটি যা করলো তা কম্পিউটারের সব অগ্রগতিকে ছাপিয়ে গেছে।

বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটারটি এখন চীনের।

কম্পিউটারটির নাম দেওয়া হয়েছে সানওয়ে তাইহুলাইট।

যাতে ৪১ হাজার চিপস বসানো হয়েছে আর প্রতি সেকেন্ডে তা ৯৩ কোয়াড্রিলয়ন সংখ্যা গণনায় সক্ষম। এর আগে পর্যন্ত আবিস্কৃত শক্তিধর কম্পিউটারটির দ্বিগুন শক্তি রাখে এই সুপার কম্পিউটার। তবে আগের শক্তিধর কম্পিউটারটিরও মালিক চীন।  

চোখের পলকের চেয়েও অবিশ্বাস্য দ্রুততার বিশ্বের সবচেয়ে জটিলতম হিসাবটিও সম্পন্ন করে ফেলতে পারে এই কম্পিউটার। যেমন মাসের পর মাস, বছরের পর বছর এমনকি কয়েক দশক জুড়ে আবহাওয়া পরিবর্তনের রকমফের হিসাব কষে বের করা সম্ভব এতে।

বাংলাদেশ সময় ১৭০৮ ঘণ্টা, জুন ২৪, ২০১৭
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।