ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

শেখ হাসিনা-রেহানা-পুতুলের কোনো ফেসবুক পেজ নেই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৬ ঘণ্টা, মে ৩০, ২০১৭
শেখ হাসিনা-রেহানা-পুতুলের কোনো ফেসবুক পেজ নেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা ও সায়মা ওয়াজেদ হোসেন পুতুল

ঢাকা: বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কনিষ্ঠ কন্যা শেখ রেহানা ও প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুলের নামে কোনো অফিসিয়াল ফেসবুক পেজ নেই বলে জানিয়েছে আওয়ামী লীগ। 

তিনজনের নামে পরিচালিত কিছু ভুয়া ফেসবুক পেজ জনমনে এবং গণমাধ্যমে বিভ্রান্তির সৃষ্টি কর‍ার প্রেক্ষিতে ক্ষমতাসীন দলটি এক বার্তায় এ কথা জানায়।

আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই বার্তায় বলা হয়, ‘গত বেশ কয়েক মাস যাবৎ লক্ষ্য করা গেছে বঙ্গবন্ধু পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে ভুয়া ফেসবুক আইডি বা পেজ খুলে আওয়ামী লীগের মূল নীতির বিরোধী প্রোপাগান্ডা চালানো হচ্ছে।

সেই সঙ্গে এই পেজগুলো থেকে প্রকাশ করা হচ্ছে বেশ কিছু বিভ্রান্তিমূলক খবর, যা আওয়ামী লীগে বিভেদ সৃষ্টি করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন দলটির সিনিয়র সদস্যরা। ’

বার্তায় জানানো হয়, ‘বর্তমানে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের একটি ভেরিফায়েড ফেসবুক পেজ (Sajeeb Wazed) ও শেখ রেহানার পুত্র বাংলাদেশ আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনভেস্টিগেশনের (সিআরআই) ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিকের একটি ফেসবুক আইডি (Radwan Mujib Siddiq) অফিসিয়ালি চালু আছে - যা তারা নিজেরাই তত্ত্বাবধায়ন করে থাকেন। এছাড়া আর কারও নামে কোনো ফেসবুক পেজ বা অ্যাকাউন্ট নেই। ’

পরিচালিত ভুয়া ফেসবুক পেজের অ্যাডমিন বা অ্যাকাউন্টের নিয়ন্ত্রণে থাকা ব্যক্তিদের অবিলম্বে তা বন্ধ করতে এবং পেজ অফিসিয়াল নয় বলে ঘোষণা দিতে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিভাগের পক্ষ থেকে অনুরোধ করে বলা হয়েছে, ‘অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। ’

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, মে ৩০, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।