ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৩৩১০ সহ আরো তিনটি স্মার্টফোনের ঘোষণা নকিয়া’র

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, মে ২৪, ২০১৭
৩৩১০ সহ আরো তিনটি স্মার্টফোনের ঘোষণা নকিয়া’র

ঢাকা: আগামী জুন থেকে দেশব্যাপী নকিয়ার প্রথম স্মার্টফোন সিরিজের নকিয়া ৩, নকিয়া ৫ ও নকিয়া ৬ এর বিপণন কার্যক্রম শুরু হচ্ছে। এ মডেলগুলোর পাশাপাশি গ্রাহকরা নকিয়ার জনপ্রিয় ৩৩১০ ফিচার ফোনটিও কিনতে পারবেন। 

বুধবার (২৪ মে) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশে নকিয়া ফোন বাজারজাতকারী প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল হ্যান্ডসেটগুলো বিপণনের ঘোষণা দিয়েছে।  

সংবাদ সম্মেলনে এইচএমডি গ্লোবালের পক্ষে এশিয়া প্যাসিফিক, থাইল্যান্ড ও এমার্জিং এশিয়ার আঞ্চলিক মহাব্যবস্থাপক সন্দ্বীপ গুপ্তা, কমিউনিকেশন ডিরেক্টর ফ্ল্যানগাও, এশিয়া প্যাসিফিকের হেড অব প্রোডাক্ট মার্কেটিং হেনরি মাতিল্লা, সাউথইস্ট এশিয়া এমার্জিং মার্কেটেস এর হেড অব মার্কেটিং আরিফ ইফতেখার রাব্বী এবং ইউনিয়ন গ্রুপ অব কোম্পানিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাকিবুল কবিরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, অতিথিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, মে ২৪, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।