ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নীলফামারীতে ৩ দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৪ ঘণ্টা, মে ২০, ২০১৭
নীলফামারীতে ৩ দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু

নীলফামারী: ‘উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি’-এ স্লোগানে নীলফামারীতে ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে।

শনিবার (২০ মে) সকালে নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মজিবুর রহমান।

জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. মজিবুল হাসান চৌধুরী, কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম মো. ফারুক, নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নুর মো. আনিসুল ইসলাম চৌধুরী, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেরা বানু ও পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক প্রহলাদ চন্দ্র রায় প্রমুখ।

মেলায় জেলার ছয় উপজেলার ৩১টি শিক্ষা প্রতিষ্ঠান ও চারটি ক্লাবসহ মোট ৩৫ স্টল স্থান পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, মে ২০, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।