ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

লালপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, মে ১৭, ২০১৭
লালপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

নাটোর: ‘উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি’-এ স্লোগানে নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে।

বুধবার (১৭ মে) সকাল ১০টার দিকে এ মেলার উদ্বোধন করেন নাটোর-১ (লালপুর- বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। একই সঙ্গে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সভারও উদ্বোধন করেন তিনি।

নর্থ বেঙ্গল সুগার মিল উচ্চ বিদ্যালয় হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আব্দুলপুর সরকারি কলেজের অধ্যক্ষ সানা উল্লাহ মিয়া, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম আসাদুজ্জামান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, মে ১৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।