ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাংলাদেশের কম্পিউটারে র‍্যানসমওয়্যার আ্যাটাক!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৭ ঘণ্টা, মে ১৪, ২০১৭
বাংলাদেশের কম্পিউটারে র‍্যানসমওয়্যার আ্যাটাক! বাংলাদেশে সাইবার অ্যাটাক। ছবি: প্রতীকী

ঢাকা: বহু দেশে র‍্যানসমওয়্যার আক্রমণের পর এবার বাংলাদেশের ব্যক্তিগত কম্পিউটারে র‍্যানসমওয়্যার আক্রমণের তথ্য জানা যাচ্ছে। তবে এ সংখ্যা বেশি নয়। কোন প্রতিষ্ঠান বা সংস্থার কম্পিউটারে আক্রমণের তথ্য এখনও পাওয়া যায়নি।  

দেশে সাইবার নিরাপত্তা সহযোগিতা দেয় এমন একটি সংগঠন ‘ক্রাইম রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস ফাউন্ডেশন (ক্র্যাফ) ৩০ টিরও বেশি কম্পিউটারে র‍্যানসমওয়্যার আক্রমণের খবর পেয়েছে। তারা কিছু র‍্যানসমওয়্যার ক্লিন করে দিতে সক্ষম বলেও দাবি করছেন।

সাইবার ক্রাইমের প্যাটার্ন বা স্টাইল কোন দিকে যাচ্ছে সেই বিষয়টির ওপর নজর রাখেন ক্র্যাফ মহাসচিব মিনহার মোহসিন উদ্দিন।

রোববার সকালে বাংলানিউজকে তিনি জানান, ব্যক্তিগত অনেক কম্পিউটার র‍্যানসমওয়্যার আক্রমণের কবলে পড়েছে। তবে এটা হাজার ছাড়িয়ে যায়নি। শুক্রবারের পর থেকে শুধু তাদের কাছে ৩০টির বেশি ব্যক্তিগত কম্পিউটার আক্রমণের তথ্য এসেছে।

শুক্র ও শনিবার বাংলাদেশে বন্ধের দিন হওয়ায় সরকারি প্রতিষ্ঠান বা কোন সংস্থার পিসিতে আক্রমণের তথ্য পাওয়া যায়নি। আজ থেকে এটা বোঝা যাবে।

তিনি আরো বলেন, আগে গড়ে দিনে ২ থেকে ৩ টি র‍্যানসমওয়্যার অ্যাটাক হতো। শুক্রবারের পর থেকে এটি বেড়ে গেছে। বোঝাই যাচ্ছে আক্রমণের শিকার হয়েছি আমরাও। ‘আমাদের কাছে যারা ম্যাসেজ পাঠিয়েছে। আমরা নমুনা সংগ্রহ করছি- বলেন তিনি।

তিনি দাবি করেন, কিছু র‍্যানসমওয়্যার তারাই ক্লিন করে দিতে সক্ষম।

মহাসচিব বলেন, র‍্যানসমওয়্যার বুঝার একটাই উপায় সেটি হলো-হ্যাকার আপনার কাছে টাকা দাবি করবে। আর টাকটা তারা মূলত নেয় ‘বিট কয়েন’ অথবা ‘ডিপ ওয়েব’ থেকে। ওরা আপনাকে একটা লিংকে দিয়ে দেবে যে লিংকে প্রবেশ করেই পেমেন্ট করতে হবে।

গত শুক্রবার বাংলাদেশ সময় মধ্যরাত পর্যন্ত যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, স্পেন, ইটালি, ভিয়েতনাম, তাইওয়ানসহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে সাইবার অ্যাটাক।

সাইবার সিকিউরিটি ফোর্স অব্যাভ বলছে, ৯৯টি দেশে ৭৫ হাজারেরও বেশি হামলা হয়েছে। বেশিরভাগ হামলা হয়েছে রাশিয়া, ইউক্রেন এবং তাইওয়ানে। এছাড়া পর্তুগাল টেলিকম, মাল্টিন্যাশনাল কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান ফেডএক্স, রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন নেটওয়ার্ক প্রতিষ্ঠান মেগাফনও সাইবার হামলার কবলে পড়েছে।

সাইবার নিরাপত্তা ফার্ম অ্যাভাস্ট জানিয়েছে, ৯৯টি দেশে এখন পর্যন্ত অন্তত ৭৫ হাজার হামলার তথ্য পাওয়া গেছে, যা ওয়ানাক্রাই এবং ভ্যারিয়েন্টস; নামে পরিচিতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, মে ১৪, ২০১৭
এসএ/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।