ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এমগভ অ্যাওয়ার্ড পেলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, মে ১০, ২০১৭
এমগভ অ্যাওয়ার্ড পেলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ

ঢাকা: গ্লোবাল মোবাইল গভর্নমেন্ট (এমগভ) অ্যাওয়ার্ড-২০১৭ পেলো বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। 

স্থানীয় সময় মঙ্গলবার (০৯ মে) রাত ৮টায় যুক্তরাজ্যের ব্রাইটনে অনুষ্ঠিত সামিটে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।

বুধবার (১০ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ সরকার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পক্ষে এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. নাজমুল কাওনাইন।

পুরস্কারটি বিশ্বব্যাপী মোবাইল ফোনভিত্তিক প্রযুক্তির অগ্রগতি এবং এর উন্নয়ন সম্পর্কিত জ্ঞানের আদান-প্রদানকে উৎসাহিত করতে দেওয়া হয়। মোবাইলের মাধ্যমে নাগরিক সেবা দেওয়ার উদ্দেশ্যে তৈরি বড় ধরনের ইনোভেশনগুলোকে উৎসাহিত করা।

মোবাইলের মাধ্যমে নাগরিক সেবা দেওয়ার লক্ষ্যে নির্মিত সর্বশেষ প্রযুক্তির সমন্বয়, জনকল্যাণে মোবাইল প্রযুক্তির ব্যবহার সম্পর্কে সচেতনতা তৈরি এবং বিশ্বের বিভিন্ন দেশের গভর্নমেন্ট বডি, ব্যবসায়ী এবং জনগণকে মোবাইল সেবা ও প্রযুক্তির ব্যাপারে উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে এ অ্যাওয়ার্ড দিয়ে থাকে বিশ্বখ্যাত m4life.org।

বাংলাদেশ সময়: ০২২২ ঘণ্টা, মে ১১, ২০১৭ ‍
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।